ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

সেপটিক ট্যাংকের গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো তিনজন নির্মাণ শ্রমিক গুরুতর অসুস্থ হয়েছেন। রবিবার বিকালে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা উপজেলার কুরচাই গ্রামের সিরাজ উদ্দিন মাস্টারের ছেলে হিমেল (২৩) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে হুমায়ুন(২৫)।

নিহতদের উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন আলতাফ (২৫), মামুন (২১) ও আবু তাহের (২৭) নামে আরো তিন নির্মাণ শ্রমিক। তাদেরকে উদ্ধার করে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহত নির্মাণ শ্রমিকরা কুরচাই গ্রামের আবুল কাদিরের বাসায় সেপটিক ট্যাংকিতে কাজ করছিল। ট্যাংকির কাঠ ও বাঁশের পাটাতন সরাতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু হয়।

স্থানীয় নিগুয়ারী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন খানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুজনই স্থানীয় নির্মাণ শ্রমিক। ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) জিলকত হোসেন জানান, সেপটিক ট্যাংকে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়া পাঁচজনের মধ্যে দুজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন।

ads

Our Facebook Page